চিরিরবন্দর পিঠা উৎসব শুরু 

প্রকাশ | ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:২৪

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুর চিরিরবন্দর উপজেলা চিরিরবন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় অ্যালামাইন অ্যাসোসিয়েশনের আয়োজনে ও মেহের হোসেন রেসিডেন্সিয়াল মডেল স্কুলের সহযোগিতা চিরিরবন্দরে দিনব্যাপী পিঠা উৎসব পালিত।

মঙ্গলবার সকাল ১১টায় চিরিরবন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ফিতা কেটে এ উৎসবের উদ্বোধন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনির্ভাসিটির ডিপার্টমেন্ট অফ হোমাটলজির চেয়ারম্যান ডা. মো. সালাউদ্দিন শাহ্ এসময় উপস্থিত ছিলেন, মেহের হোসেন রেসিডেন্সিয়াল স্কুলের পরিচালক মোস্তফা কামাল শাহ।

পিঠা উৎসবে ছিলো নানান বয়সী মানুষের উপচে পড়া ভীড়, স্টল গুলোতে তারা নিচ্ছেন পিঠাপুলির স্বাদ। বিদ্যালয়ে মাঠে প্রতিটি স্টলে ধান সেমাই, ভাপা, পুলি দুধ, পুলি, পাটিসাপটা, ঝিনুক পুলি, জামাই সোহাগী, গোলাপ, কানমুচুরি, পুডিং, পায়রা, তেল পিঠা,দুধ চিতাই, মুঠা পিঠা, ক্ষীর, রসগোল্লা, কেক, গোলাপ ফুল, তেলেভাজা রসপিঠা, রোল পিঠা, লাভ পিঠা, শিম ফুল পিঠা, ডালবড়া, নারিকেল পিঠা, নকশি পিঠা, নয়নতারা পিঠা সহ প্রায় অর্ধ শতাধিক পিঠার পসরা। প্রথমবার এমন আয়োজনে খুশি প্রত্যন্ত অঞ্চলের মানুষরা। হারিয়ে যাওয়া পিঠাপুলির সাথে প্রত্যন্ত অঞ্চলের মানুষের পাশাপাশি ক্ষুদে শিক্ষার্থীদের পরিচয় করাতেই এমন আয়োজন করায় অভিনন্দন জানিয়েছেন স্থানীয় অভিভাবক ও সুধি মহল।

যাযাদি/ এসএম