আটপাড়া উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা
প্রকাশ | ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৪৬
নেত্রকোনার আটপাড়া উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন আটপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মো. খায়রুল ইসলাম।
উপজেলা নির্বাহী অফিসার লিটুস লরেন্স চিরানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন- মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া নাজনীন চৌধুরী রেখা, সহকারী কমিশনার (ভূমি) নীলুফার ইয়াসমিন নীপা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফেরদৌস রানা আনজু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উত্তম কুমার পাল উপজেলা প্রেসক্লাবের সভাপতি জহিরুল ইসলাম খান হীরা, উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান সোহাগ সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, আইনশৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ৷
যাযাদি/ এসএম