বাবুগঞ্জে ভোর রাতের যৌথ অভিযানে অসাধু জেলেদের ঘুৃম হারাম

প্রকাশ | ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:০০

বাবুগঞ্জ(বরিশাল) প্রতিনিধি

জাটকাসহ সবধরনের দেশীয় প্রজাতির ছোট  মাছ রক্ষা এবং অবৈধ জাল নির্মূলে বরিশালের বাবুগঞ্জে মাস ব্যাপি চলমান অভিযান অব্যাহত রয়েছে।  

এবার উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর  ভোর রাতে যৌথ অভিযান চালিয়েছে আড়িয়াল খাঁ নদীসহ বেশ কয়েকটি যায়গায়।

মঙ্গলবার ভোর রাতে বাবুগঞ্জ উপজেলার আড়িয়াল খাঁ নদী ও কমিশনার চর, কামার চরে মৎস্য অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের ভোর রাতের যৌথ অভিযানে দিশেহারা হয়ে পরেছে অসাধু জেলেরা।  ওই অভিযানে ১৪০০ কেজি ছোট জাটকা জব্দ করে ১৩ টি এতিমখানা ও গরীব দুঃখী মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।

এসময় প্রায় ৭ লাখ টাকা মূল্যের ১ টি পাই জাল জব্দ করে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।
 
 জব্দ কৃত ১ টি ট্রলার, লোহার এ্যাংকর ও ড্রাম নিলামে বিক্রি করে ৫৪৩০০ টাকা চালানে সরকারি কোষাগারে জমা করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম।

অভিযান শেষে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার শাকিলা রহমান।

 

যাযাদি/এসএস