খাবারের সঙ্গে নেশাদ্রব্য মিশিয়ে

নাঙ্গলকোটে তিন পরিবারকে অচেতন করে সর্বত্র লুট, আহত ৯

প্রকাশ | ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:০৪

নাঙ্গলকোট(কুমিল্লা)প্রতিনিধি

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার জোড্ডা পূর্ব ইউনিয়নের দক্ষিণ শ্রীহাস্য গ্রামের খিলপাড়া খাবারের সঙ্গে নেশাদ্রব্য মিশিয়ে তিন পরিবারকে অচেতন সর্বত্র লুট করার অভিযোগ পাওয়া গেছে।এতে তিন পরিবারের বৃদ্ধা নারী শিশুসহ ৯ জন আহত হওয়ার ঘটনা ঘটে।  সোমবার রাতে রাতে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন,মৃত,হাজী আজগর আলীর ছেলে আব্দুর রশিদ (৭৫) ভর্তি আছে,রুহুল আমিন(৬৫),মোমেনা খাতুন(৮০),হানিপের স্ত্রী সেলিনা বেগম-৩০ মেয়ে রামিজা আক্তার-৪ শিফাত-৮-রামিম-৬ কামালের স্ত্রী নাসরিন আক্তার-৩০ চেলে আফরান (৩), জানা যায়,শ্রীহাস্য গ্রামে কামাল মিয়ার বাড়ী,আব্দুর রশিদ,রুহুল আমিন,হানিফ মিয়ার ঘরের খাবারের সঙ্গে নেশাদ্রব্য  মিশিয়ে পরিবারের সকল সদস্যকে অচেতন করে স্বর্ণালংকার নগদ টাকাসহ কমপক্ষে ৬ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় সকালে ঘরের দরজা না খোলায় বাড়ীর লোকজন দেখে ঘরের দরজা খোলা ঘরের আসবাবপত্র এলোমেলো দেখে ঘরের সকলে অচেতন উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।অবস্থার অবনতি ঘটলে আব্দুর রশিদ(৭৫),কে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

নাঙ্গলকোট থানার ওসি দেবাশীষ চৌধুরী বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি,অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 


যাযাদি/এসএস