প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক কেশবপুরে গাভীর ডেমো ফার্ম পরিদর্শণ করেন

প্রকাশ | ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:৫০

তন্ময় মিত্র বাপী, কেশবপুর (যশোর) প্রতিনিধি

যশোরের কেশবপুরে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের অর্থায়নে নির্মিত গাভীর ডেমো ফার্ম পরিদর্শন করেন খুলনা বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক ডা. মো. লুৎফর রহমান। 

গত বুধবার বিকেলে তিনি প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের অর্থায়নে নির্মিত উপজেলার মজিদপুর গ্রামের খামারী খায়রুল বাশারের গাভীর ডেমো ফার্ম ও বাগদা গ্রামের ডেইরি প্রডিউসার গ্রুপের ফার্মারস ফিল্ড স্কুল পরিদর্শন করেন। 

এসময় তিনি খামারি খায়রুল বাশারকে গাভীসহ বাছুরের যত্নে নিয়মিত ভ্যাকসিন কার্যক্রম পরিচালনাসহ সবধরণের সহযোগিতার আশ্বাস দেন। তিনি এলডিডিপি প্রকল্পের আওতায় মজিদপুর ইউনিয়নের বাগদা গ্রামের ডেইরি প্রডিউসার গ্রুপের ফার্মারস ফিল্ড স্কুল পরির্দশনকালে গরু-বাছুরের ক্ষুরারোগ, লাম্পিস্কিন ডিজিজ, ছাগলের পিপিআর, হাঁস-মুরগির রাণীক্ষেত, ডাক প্লেগ রোগসহ বিভিন্ন রোগের টিকাদান ও স্বাস্থ্য সম্মত লালন সম্পর্কে আলোচনা করেন। এসময় তার সাথে ছিলেন, কেশবপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. অলোকেশ কুমার সরকার, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা খাদিজা পারভিন, এলএফএ মো. শফিকুল ইসলাম প্রমুখ।

যাযাদি/ এস