নিকলীতে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ
প্রকাশ | ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:১৮

নিকলীতে জেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২৪ এর বিষয় ভিত্তিক পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার ষাইটধার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আজ ১৫ ফেব্রুয়ারি সকাল ১১ টায় পদক বিতরণী অনুষ্ঠানে নিকলী উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ খাইরুল আলম এর পরিচালনায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ পাপিয়া আক্তার।
মোহরকোনা আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এনামুল হক নবী এবং নিকলী আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শিরিন আক্তারের যৌথ সঞ্চালনায় জেলা পর্যায়ের জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয় ভিত্তিক কুইজ ও কাবিং প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরষ্কার তুলেদেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি নিকলী উপজেলা পরিষদ চেয়ারম্যান এ.এম.রুহুল কুদ্দুস ভূইয়া জনি, ভাইসচেয়ারম্যান রিয়াজুল হক আয়াজ, মহিলা ভাইসচেয়ারম্যান রেজিয়া আক্তার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহনেওয়াজ বেগম, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ সোহরাব উদ্দিন শামীম, সাংবাদিক হিমেল আহমেদ, সাংবাদিক সৈয়দ হোসেনসহ বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষিকা ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন।
যাযাদি/ এম