কক্সবাজার সৈকতে ‘সমুদ্র বই উৎসব’ 

প্রকাশ | ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:২১

কক্সবাজার প্রতিনিধি

ফাগুনের রঙে রাঙিয়ে বসন্তের প্রথমদিনে কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে দ্বিতীয় বারের মতো শুরু হলো সমুদ্র বই উৎসব। সমুদ্র রক্ষার আহবান জানিয়ে বুধবার থেকে শুরু হওয়া ৮ দিনব্যাপি এই বই উৎসব চলবে আগামী ২১ ফেব্রুয়ারি পর্যন্ত।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাবেক মন্ত্রী পরিষদ সচিব কবির বিন আনোয়ার।

কক্সবাজার জেলা প্রশাসনের সহযোগিতায় ইস্টিশন আয়োজিত এই বই উৎসবে ঢাকা ও চট্টগ্রামের ১০টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে বই উৎসব। এতে সন্ধ্যা ৬টা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে।

ইস্টিশনের পরিচালক অনুরনন সিফাত জানিয়েছেন, এই বই উৎসবে দেশের স্বনামধন্য লেখকদের মেলায় পাওয়া যাবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কক্সবাজার পৌরসভার প্রধান নির্বাহী সরওয়ার সালাম, কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন) মাসুদ রানা, কক্সবাজার প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুল ইসলাম, ইস্টিশন কক্সবাজারের পরিচালক অনুরনন সিফাত, কক্সবাজার সন্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারন সম্পাদক নজিবুল ইসলাম, সাংস্কৃতিক সংগঠক ও প্রকৌশলী অন্তিক চক্রবর্তী প্রমুখ।

যাযাদি/ এম