চিরিরবন্দরে মোটরসাইকেলের ধাক্কায় স্কুলছাত্র নিহত

প্রকাশ | ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৩৫

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুর  চিরিরবন্দর উপজেলায় ওয়াজ মাহফিলে থেকে বাড়ি ফেরার পথে মোটরসাইকেলের ধাক্কায় মোঃ রাকিব নামের এক স্কুল ছাত্র মৃত্যু হয়েছে। 

রোববার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২ দিকে  চিরিরবন্দর উপজেলার ইসবপুর ইউনিয়নের  বিন্যাকুড়ী বাজার পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোঃ রাকিব হোসেন (১৩) উপজেলার বড় হাশিমপুর নয়াপাড়া গ্রামের খয়রাতের হোসেনের  নাতী ও বড় হাসিমপুর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। 

স্থানিয়রা জানান , তিন বন্ধু মিলে পার্শ্ববর্তী মেড়াইডাঙ্গা গ্রামে ইসলামি মাহফিলে গেছিলেন মাহফিল শেষ করে মধ্য রাতে হেটে বাড়ি ফেরার পথে বিন্যাকুড়ি বাজারের সামনে দ্রুত গতির একটি নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীরদের ধাক্কা দেয় এসময় তিন বন্ধুর মধ্যে রাকিব মাথায় গুরুতর আঘাত পায়। এ সময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতলে নিলে কর্তব্যরত  চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চিরিরবন্দর থানার পুলিশ পরিদর্শক ওসি (তদন্ত) জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মোটরসাইকেলর চালক সহ মোটরসাইকেলটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। নিহতের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে তারা থানায় আসলেই আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। 

যাযাদি/ এস