কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
প্রকাশ | ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৩২

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজার রেল স্টেশনের উত্তর পাশে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার আনুমানিক বয়স (৫০) বছর।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) ভোরে চিলাহাটি থেকে ছেড়ে আসা সীমান্ত এক্সপ্রেসে ওই ব্যক্তি কাট পড়ে।
বারবাজার রেল স্টেশন মাষ্টার মোবাশে^র হোসেন জানান, চিলাহাটি থেকে ছেড়ে আসা সিমান্ত এক্সপ্রেস ট্রেনটি বারবাজার অতিক্রম করার সময় তিনি কাটা পড়েন। তবে লাশের পরিচয় সনাক্ত করা যায়নি। সকালে রেলের যশোর জিআরপি পুলিশ লাশ উদ্ধার করে যশোর নিয়ে গেছে।
যাযাদি/ এসএম