জলঢাকায় ‘জন্মভূমি’ নামে কবিতার বইয়ের মোড়ক উন্মোচন 

প্রকাশ | ২০ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:৫৪

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর জলঢাকায় "জন্মভূমি " নামে একটি কবিতার বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। সোমবার শেষ বিকেলে প্রেসক্লাব হলরুমে স্বাস্থ্য বিভাগের সাবেক কর্মকর্তা, কবি ইঞ্জিনিয়ার ফজলুল হক এর লেখা বইটির মোড়ক উন্মোচন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

জলতরঙ্গ সাহিত্য পরিষদ জলঢাকা"র আয়োজনে এবং কবি ইঞ্জিনিয়ার মোঃ ফজলুল হক"র সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, সাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ রেজওয়ানুল হক কবির, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক সহিদ হোসেন রুবেল, কবি ইঞ্জিনিয়ার ফজলুল হকের মেয়ে  রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত গাইনি বিভাগের ডাঃ নাহিদা আক্তার স্মৃতি, জলতরঙ্গ সাহিত্য পরিষদ"র সভাপতি  আসাদুজ্জামান স্টালিন (সাংবাদিক), সাধারন সম্পাদক তহিবুর রহমান সেলিনসহ উপজেলায় কর্মরত সাংবাদিক বৃন্দ। 

এসময় কবি ফজলুল হক বলেন,স্বাধীনতার স্বপক্ষে লেখা আমার (জন্মভূমি )কবিতার বইটি নতুন প্রজন্মকে স্বাধীনতা সম্পর্কে নতুন করে জাগিয়ে তুলবে বলে আমার বিশ্বাস। 

যাযাদি/ এসএম