কাজিপুরের কিশোরীদের মাঁঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রি বিতরণ

প্রকাশ | ২০ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৪৩

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চারশ স্বর্ণকিশোরীকে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রি প্রদান করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে কাজিপুর শহিদ এম মনসুর আলী মিলনায়তনে এই সামগ্রি বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথিছিলেন জাতীয় সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়।

কাজিপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স আয়োজিত অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা  ডা. মোমেনা পারভীন পারুল।

এসএমসি’র সহযোগিতায় অনুষ্ঠানে মাসিক চলাকালিন সময়ের নানা জটিলতা, কুসংস্কার,করণীয় ও সঠিকভাবে হাত ধোয়ার বিষয়ে কিশোরীদের সম্যক ধারণা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জয় বলেন,মাননীয় প্রধানমন্ত্রীও ছিলেন একজন স্বর্ণকিশোরী। তিনিইমূলত এই ধারণাটির প্রচলণ করেন। আজকে আমরা এই ধারণাটি কিশোরী বোনদের মাঁঝে ছড়িয়ে দিতে চাই। এতে করে তারা কুসংস্কার থেকে বেরিয়ে এসে নিজেকে সুরক্ষিত রাখতে পারবে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান, কাজিপুর পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার, এসএমসির হেড অব রিজিওন কাজী জাফরুল্লাহ, সিনিময়রসেলস ম্যানেজার জাহিদ আহম্মেদ প্রমূখ।

যাযাদি/ এম