একুশের প্রথম প্রহরে ঝিকরগাছার কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন

প্রকাশ | ২১ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:২৬

ঝিকরগাছা প্রতিনিধি, যশোর

যথাযথ মর্যাদায় ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে  যশোরের ঝিকরগাছায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। ঝিকরগাছা উপজেলা প্রশাসনের আয়োজনে একুশের প্রথম প্রহরে ঝিকরগাছার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিনম্র শ্রদ্ধায় ভাষা আন্দোলনে শহীদদের স্মরণে বুধবার রাত ১২টা ১মিনিটের সময়, মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করেন, যশোর ৮৬ -২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের মাননীয় সংসদ সদস্য ডাঃ মোঃ তৌহিদুজ্জামান তুহিন।

এসময় উপস্থিত ছিলেন, ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম, ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার বিতান কুমার মন্ডল, ঝিকরগাছা উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব মোস্তফা আনোয়ার পাশা জামাল, সহকারী কমিশনার (ভূমি) কেএম মামুনুর রশিদ, ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূইয়া, যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ঝিকরগাছা জোনাল অফিসের ডিজিএম টিএম মেসবাহ উদ্দিন, ঝিকরগাছা উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মাসুদ হোসেন পলাশ, ঝিকরগাছা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, ঝিকরগাছ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক আবুল কালাম আজাদ, পৌর যুবলীগের আহ্বায়ক ও কাউন্সিলর একরামুল হক খোকন, পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ফারুক হোসেন, যুগ্ম আহ্বায়ক ও কাউন্সিলর সাজ্জাতুল জামান রনি, আশিকুল ইসলাম, ইকরামুল করিম সৈকত সহ আরো অনেকে।


যাযাদি/এসএস