মণিরামপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

প্রকাশ | ২২ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৩৯

মণিরামপুর (যশোর) প্রতিনিধি

যথাযোগ্য মর্যাদায় মণিরামপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসের প্রথম প্রহরে উপজেলা পরিষদ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তর্বক অর্পণ করেন যশোর-৫ (মণিরামপুর) আসনের সংসদ সদস্য এস এম ইয়াকুব আলী। এরপর উপজেলা প্রশাসন, আওয়ামী লীগ, বীর মুক্তিযোদ্ধা, ছাত্রলীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, মণিরামপুর প্রেসক্লাব, মণিরামপুর থানা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পন করেন।

এছাড়া সকালে উপেেজেলা প্রশাসনের আয়োজনে অডিটোরিয়ামে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য এস এম ইয়াকুব আলী।

উপজেলা সমাজসেবা অফিসার রোকনুজ্জামানের পরিচালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আলী হাসান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান জি এম মজিদ ও থানার অফিসার ইনচার্জ এবিএম মেহেদী মাসুদ।

আলোচনা সভা শেষে চিত্রাংকন ও আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এস এম ইয়াকুব আলী এমপি। অনুষ্ঠানে বঙ্গবন্ধুসহ সকল শহিদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করেন উপজেলার লাউড়ী মাদ্রাসার অধ্যক্ষ মফিজুর রহমান।

যাযাদি/এসএস