নানিয়ারচর জোন কর্তৃক মানবিক সহায়তা প্রদান
প্রকাশ | ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৪৩
নানিয়ারচর জোনের আওতাধীন বামফিল্যান্ড ও বিহার পাড়া এলাকার দুইটি পরিবার দীর্ঘদিন যাবত আর্থিক সংকটের কারণে বিভিন্ন সমস্যায় পড়ায়। এরা হচ্ছেন মোঃ দুলাল হোসেন তাকে বসত ঘর নির্মাণ করতে এবং কান্তী লাল দাস কে নাতনির বিয়ের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
এ সময় নানিয়ারচর জোনের অধিনায়ক বিএ-৭০৭৮ লেঃ কর্ণেল এস. এম. রুবাইয়াত হুসাইন( পিএসসি)জানান,বাংলাদেশ সেনাবাহিনী তথা নানিয়ারচর জোন তার দায়িত্বপূর্ণ এলাকায় এমন উন্নয়নমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখবে এবং জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে জনসাধারণের সার্বিক জীবনযাত্রার মান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাবে।
যাযাদি/ এস