বাঁশখালীতে সহকর্মীর হাতে খুন হলেন বেকারি শ্রমিক
প্রকাশ | ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:২৭
চট্টগ্রামের বাঁশখালী পৌরসভায় সহকর্মীর হাতে শাহ-আলম (৩৮) নামে এক বেকারি শ্রমিক খুন হয়েছেন। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) ভোর ৬'টায় বাঁশখালী পৌরসভার মায়ের দোয়া বেকারি থেকে তার লাশ উদ্ধার করে বাঁশখালী থানা পুলিশ।
জানা যায়, 'মায়ের দোয়া বেকারিতে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন বাঁশখালী পৌরসভার মাহবুব আলম ও সাতকানিয়া পৌরসভার শাহ-আলম। এতে বেকারিতে কাজ করার সময় দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একই ঘটনায় দুইজনের মধ্যে হাতাহাতিও হয়। অপরদিকে ঘটনার পরদিন ভোর ৬' টায় বেকারিতে ঘুমন্ত অবস্থায় সহকর্মী শাহ-আলমকে লাঠি দিয়ে আঘাত করে খুন করে পালিয়ে যান মাহবুব আলম।
এ ব্যাপারে বাঁশখালী থানার ওসি (তদন্ত) সুধাংশু শেখর হালদার বলেন, 'একটা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বেকারিতে কাজ করার সময় দুই সহকর্মীর মধ্যে হাতাহাতি হয়। পরে আজ ভোর ৬'টায় মাহবুব আলম তার সহকর্মী শাহ-আলমকে লাঠি আঘাত করে হত্যা করে পালিয়ে যায়। বর্তমানে লাশ চমেকের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।'
যাযাদি/ এসএম