হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ 

প্রকাশ | ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৫২

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি

পবিত্র শবে বরাত উপলক্ষে দিনাজপুরের হাকিমপুরের হিলি স্থলবন্দরে ভারতের সাথে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। এছাড়াও বন্ধ আছে বন্দর অভ্যন্তরীণ সকল কার্যক্রম। তবে স্বাভাবিক রয়েছে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্ট ধারী যাত্রী পারাপার। 

আজ সোমবার (২৬ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি জানিয়েছেন হিলি পানামা পোর্ট লিংক লিমিটেডের পিআরও (জনসংযোগ কর্মকর্তা) সোহারব হোসেন প্রতাব মল্লিক।

তিনি বলেন, পবিত্র শবেবরাত এই উপলক্ষে ভারতের সাথে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে, বন্ধ আছে বন্দরের কার্যক্রম। একদিন বন্ধের পর আগামীকাল মঙ্গলবার সকাল থেকে আবারও ভারতের সাথে আমদানি-রপ্তানি স্বাভাবিক হবে।

এদিকে হিলি ইমিগ্রেশন ওসি শেখ আশরাফ বলেন, শবে বরাত উপলক্ষে হিলি বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও এই চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্ট ধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। 

যাযাদি/ এসএম