ধর্মপাশায় গাঁজাসহ আটক ২
প্রকাশ | ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:০৬
সুনামগঞ্জের ধর্মপাশায় ১০ কেজি গাঁজাসহ একজন নারী ও একজন পুরুষ মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।
শনিবার দিবাগত রাত পৌনে ১০টার দিকে উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের সরিষাকান্দা ইসলামপুর গ্রামের সামনের সড়ক থেকে তাঁদের আটক করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার ধজনগর গ্রামের মৃত মুকতুল হোসেনের ছেলে মো.খোকন মিয়া (৫৫) ও একই জেলার আখাউড়া উপজেলার নীলাহাস পশ্চিমহাটি সওদাগর পাড়া গ্রামের আবু জাহেদের স্ত্রী বানেছা বেগম (৪৫)।
ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মা. শামসুদ্দোহা জানান, ব্রাহ্মণবাড়িয়া থেকে ধর্মপাশায় মাদক নিয়ে আসছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে রেক্সিনের একটি ব্যাগ থেকে ১০ কেজি গাঁজাসহ তাঁদের আটক করা হয়। রাতেই তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতে মাধ্যমে কারাগারে পাঠানোর হয়েছে।
যাযাদি/ এসএম