ভেড়ামারায় ট্রলির চাকায় পিষ্ট হয়ে  ভ্যানচালক নিহত

প্রকাশ | ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:৫৬

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার হাওয়াখালী মাঠ নামক স্থানে চাউল বোঝায় স্ট্রিয়ারিং ট্রলির চাকায় পিষ্ট হয়ে পাখি ভ্যানচালক আব্দুল মালেক নামে একজনের মৃত্যু হয়েছে। আব্দুল মালেক ভেড়ামারা উপজেলার সাতবাড়ীয়া হিসনা পাড়া গ্রামের মৃত মুনা শাহের ছেলে।

ভেড়ামারা থানা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোমবার সকাল ১০টায় ভেড়ামারা-দৌলতপুর মহাসড়কের ভেড়ামারার হাওয়াখালী মাঠ নামক স্থানে চাউল বোঝায় স্ট্রিয়ারিং ট্রলির চাকায় পৃষ্ট হয়ে পাখি ভ্যানচালক আব্দুল মালেক নিহত হয়েছে। এ ঘটনায় ভেড়ামারা-দৌলতপুর মহাসড়ক ১ ঘণ্টা যানচলাচল চলাচল বন্ধ ছিলো।

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম জহির বলেন, হাওয়াখালী মাঠ নামক স্থানে চাউল বোঝায় স্ট্রিয়ারিং ট্রলির চাকায় পৃষ্ট হয়ে পাখি ভ্যানচালক আব্দুল মালেক নিহত হয়েছে। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

যাযাদি/ এসএম