মাধবপুরে স্থানীয় সরকার দিবস পালিত

প্রকাশ | ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:০৬

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

হবিগঞ্জের মাধবপুরে স্থানীয় সরকার দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। 

উপজেলা নিবার্হী কর্মকর্তা একেএম ফয়সলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ সৈয়দ মো. শাহজাহান। 

সিএ জসিম তালুকদারের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী জাকির হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নূর মামুন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাব্বির হাসান, সাংবাদিক রোকনউদ্দিন লস্কর, আইয়ুব খাঁন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এরশাদ আলী, আওয়ামীলীগ নেতা শ্রীধাম দাস গুপ্ত প্রমুখ। এর আগে এক বর্নাঢ্য র‌্যালি উপজেলা সদর প্রদক্ষিণ করেন।

যাযাদি/ এসএম