সংরক্ষিত মহিলা আসনে নির্বাচিত হলেন ড. নাদিয়া বিনতে আমিন

প্রকাশ | ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:১২

পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি

দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে বিনা প্রতিদ্বন্দিতায় সংসদ সদস্য নির্বাচিত হলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ কমিটির সদস্য, নেত্রকোণার পূর্বধলা উপজেলার কৃতি সন্তান ড. নাদিয়া বিনতে আমিন সিআইপি। 

তিনি বাংলাদেশ আওয়ামীলীগের প্রাথী হিসেবে মনোনয়ন পেয়ে তার আসনের একমাত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন। দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জমা পড়া ৫০ জনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। 

রোববার (২৫ ফেব্রsয়ারি) বিকেল ৪টা পর্যন্ত কোনো প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। সে কারণে সব নারী প্রার্থীকে বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত ঘোষণা করেছে ইসি। আজ  মঙ্গলবার (২৭ ফেব্রsয়ারি) ৫০ জনকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ করা হবে বলে গণমাধ্যমকে জানিয়েছেন সংরক্ষিত নারী আসনে নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা (যুগ্ম সচিব) মুনিরুজ্জামান তালুকদার। 

দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ড. নাদিয়া বিনতে আমিন সিআইপি বিনা প্রতিদ্বন্দিতায় সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় তাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন জানাতে দেখা গেছে। তিনি নেত্রকোণার পূর্বধলা উপজেলার ধলামুলগাঁও ইউনিয়নের বাঁশাটি গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী মুক্তিযোদ্ধা, মরহুম এ.এফ.এম আমিনুল ইসলাম তারা মিয়ার কন্যা। নাদিয়া বিনতে একজন বিশিষ্ট ব্যবসায়ী এবং এফবিসিসিআই এর সাবেক পরিচালক। 

এছাড়া বেস্ট লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর ভাইস চেয়ারম্যান এবং নারী উদ্যোক্তা ও বিশিষ্ট সমাজসেবক হিসেবে সমধিক পরিচিত। তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৬১, নেত্রকোনা ৫ আসনে  অংশগ্রহনের জন্য এলাকায় প্রচারনা চালিয়ে পরিচিত হয়ে উঠেন। পরে আওয়ামীলীগের মনোনয়ন না পেয়ে নিজেকে গুটিয়ে নেন। 

পরে সংরক্ষিত মহিলা আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে মনোনয়ন জমা দিলে ফের আলোচনায় আসেন।

যাযাদি/ এম