চৌগাছায় ভ্রাম্যমাণ আদালতে তিন ব্যবসায়ীকে জরিমানা

প্রকাশ | ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ২০:২৪

চৌগাছা (যশোর) প্রতিনিধি

যশোরের চৌগাছায় ভ্রাম্যমাণ আদালতে তিন ব্যবসায়িকে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে শহরের ভাস্কার্য মোড় এলাকায় বিভিন্ন মিষ্টির দোকানে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা আদায় করা হয়।

সহকারি কমিশনার (ভুমি) গুঞ্জন বিশ্বাসের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর ছিলেন সৈয়দ মোহাম্মদ নুর উদ্দিন (পরিদর্শক) বিএসটিআই খুলনা।  

এ আদালতে অভিযুক্তরা হলেন শহরের ভাস্কার্য মোড় এলাকার আদি ঘোষ ডেইরি হরেন ঘোষের ছেলে প্রদ্যুৎ ঘোষ (৩৫)। একই এলাকার নিউ সাতক্ষীরা ঘোষ ডেইরির মিষ্টির দোকান মালিক মৃত চিত্তরঞ্জন ঘোষের ছেলে সুশান্ত ঘোষ (৫২)। তাদেরকে ওজন ও পরিমাপ মানদন্ড আইন ২০১৮ এর ২৪( ১) ও ৪১ ধারায় ২,০০০ টাকা করে অর্থদন্ড করা হয়।

এদিকে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৬(ক) ও ১৫১ ধারায় পলিথিন ব্যবহার ও বিক্রি করার অপরাধে  চৌগাছা মডেল পাড়ার বাসিন্দা মোহাম্মদ জালাল উদ্দিনের ছেলে  মোহাম্মদ নয়ন (৩২) কে ৫০০০ টাকা অর্থদন্ড করা হয়েছে। সহকারি কমিশনার (ভুমি) গুঞ্জন বিশ্বাস বলেন, এ অভিযান অব্যহত থাকবে।

যাযাদি/ এম