জয়পুরহাটের ট্রাক্টরের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু
প্রকাশ | ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:৩৭

জয়পুরহাটে ট্রাক্টরের ধাক্কায়শেফালী বেগম (৫৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বুধবার বেলা সাড়ে ১২ টার দিকে সদর উপজেলার ভাদসা দিওর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শেফালী বেগম জয়পুরহাট সদর উপজেলার দিওর গ্রামের আলাউদ্দিন উকিলের স্ত্রী।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির জানান, বৃদ্ধা শেফালী বেগম নিজ বাড়ির পাশে রাস্তার ধারে দাড়িয়ে কাঁঠাল গাছের পাতা পাড়ছিলেন। এ সময় দ্রæতগামী একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে পিছন থেকে ওই বৃদ্ধাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
যাযাদি/ এসএম