চরভদ্রাসনে কৃষি বিষয়ক প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ

প্রকাশ | ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:৪৯ | আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:৫০

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের চরভদ্রাসনে কৃষক কৃষাণীদের প্রশিক্ষন ও তাদের মাঝে কৃষি উপকরন বিতরন করা হয়েছে। বুধবার বেলা এগারোটার দিকে উপজেলা পরিষদে এ দুটি কার্যক্রম পরিচালিত হয়। উপজেলা কৃষি দপ্তরের আয়োজনে এ কার্যক্রমের আয়োজন কার হয়।

অনাবাদী পতিত জমি ও বসতবাড়ীর আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় উপজেলার পয়ষট্টিটি পরিবারের মাঝে তিন মৌসুমের সবজির বীজ, জৈব সার, ঝাঝরি, নেট, বীজ রাখার পাত্র, ছয়টা ফলদ বৃক্ষের চারা ও সাইনবোর্ড প্রদান করা হয়। অপর দিকে কৃষি উন্নয়নের মাধ্যমে খাদ্য ও পুষ্টি নিরাপত্তা জোরদার করন প্রকল্পের আওতায় দুই দিনব্যপী কৃষক প্রশিক্ষনের আওতায় ত্রিশজন কৃষককে প্রশিক্ষন প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ তোফাজ্জল হোসেন, উপজেলা মৎস কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান প্রমূখ।

যাযাদি/ এসএম