মাদারীপুর আদালত চত্বরে নতুন মসজিদের উদ্বোধন

প্রকাশ | ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:০৪

স্টাফ রিপোর্টার, মাদারীপুর

মাদারীপুর আদালত চত্বরে বুধবার বাদ যোহরের নামাজ আদায়ের মধ্য দিয়ে নতুন একটি মসজিদের উদ্বোধন করা হয়েছে। মসজিদ উদ্বোধন করেন মাদারীপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. ইসমাইল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ, জেলা প্রশাসক মো. মারুফুর রশিদ খান, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুল হাসান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. ওবাইদুর রহমান খানসহ জজ কোর্টের বিচারকবৃন্দ, আইনজীবী, কোর্টের স্টাফ, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। মসজিদে উদ্বোধনী নামাজে ইমামতি করেন চন্ডীবর্তি পীর সাহেব হুজুর আলী আহম্মদ চৌধুরী। এ সময় দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়। নামাজ শেষে আগত  মুসল্লিদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। আদালত চত্বরে কোন মসজিদ ছিল না। জেলা জজ আদালত ভবনের নিচতলার একটি কক্ষে মুসল্লিরা নামাজ আদায় করত। মুসল্লিদের নামাজের কষ্ট দেখে মাদারীপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. ইসমাইল হোসেন ও চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ এক বছর পূর্বে মসজিদ নির্মাণের উদ্যোগ গ্রহণ করেন। বিজ্ঞ বিচারকবৃন্দ, আইনজীবী, কোর্টের স্টাফ ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষের ব্যক্তিগত সাহায্য সহযোগিতার মাধ্যমে মসজিদটি নির্মাণ করা হয়।

 

 
যাযাদি/এসএস