ভাঙ্গায় মাদক মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

প্রকাশ | ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৫৪

ভাঙ্গা (ফরিদপুর )প্রতিনিধি

ভাঙ্গায় মাদক মামলায় সাত বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী প্রদীপ কুমার সাহা (৪৫) কে সাজার রায় ঘোষনার ১০ বছর  পর সিলেট শহর থেকে গ্রেফতার করেছে ভাঙ্গা থানা পুলিশ। প্রদীপ কুমার সাহা ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ গ্রামের সুনিল সাহার ছেলে।

ভাংগা থানার উপ পরিদর্শক   কবির হোসেন মোল্লা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমরা গত মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি)  সিলেট শহর থেকে তথ্যপ্রযুক্তির সহায়তায় মাদক মামলার সাজাপ্রাপ্ত  পলাতক আসামি প্রদীপ কুমার সাহা কে গ্রেপ্তার করি । সে ২০১৩ সাল থেকে পলাতক ছিল। তিনি  আরো বলেন, ২০০৮  ও ২০১৩ সালের দুইটি  মাদক মামলায়  তার যথাক্রমে ০২ ও ০৫ বছর করে মোট ৭ বছর  সাজা হয়।তাকে  আজ বুধবার (২৮ ফেব্রুয়ারি)সকালে ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে ।

 

যাযাদি/এসএস