বাউফলে ভূয়া চিকিৎসকের কারাদন্ড

প্রকাশ | ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:০১

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর বাউফলে মহিউদ্দিন আহমেদ (৫২) নামের এক ভূয়া চিকিৎসককে এক মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে। মহিউদ্দিন উপজেলার কালিশুরী ইউনিয়নের ছিটকা গ্রামের মরহুম আবদুল খালেক এর ছেলে। সংশ্লিষ্ট সূত্র জানায়, দীর্ঘদিন থেকে কালিশুরী বাজারে ‘ফেয়ার ক্লিনিকে’ ভূয়া চিকিৎসক রোগী দেখছেন।  এ খবর পেয়ে বুধবার দুপুরে সেখানে অভিযান চালান বাউফলের সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রতীক কুমার কুন্ড। এসময় ওই ক্লিনিকের চিকিৎসকের দায়িত্বে থাকা মহিউদ্দিন আহমেদ এর সনদপত্র দেখতে চান ভ্রাম্যমাণ আদালত। কিন্তু মহিউদ্দিন আহমেদ কোনো প্রকার মূল সনদপত্র দেখাতে পারেননি। মহিউদ্দিন আহমেদ দীর্ঘদিন থেকে রোগীর বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার রিপোর্টে রোগতত্ত্ববিদ হিসেবে স্বাক্ষর করে আসছেন। এসব অপরাধ প্রমাণিত হওয়ায় মহিউদ্দিন আহমেদকে এক মাসের কারাদন্ড প্রদান করে বাউফল থানায় সোপর্দ করা হয়।


যাযাদি/এসএস