কটিয়াদীতে প্রত্যাগত অভিবাসী কর্মীদের পুনঃ একত্রিকরনে সেমিনার

প্রকাশ | ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:২৬

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের কটিয়াদীতে প্রত্যাগত অভিবাসী কর্মীদের পুনঃ একত্রিকরনে রেফারেল এবং আরপিএল সংক্রান্ত বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে বুধবার সকালে উপজেলা মডেল মসজিদ সম্মেলন কক্ষে কিশোরগঞ্জ ওয়েল ফেয়ার সেন্টারের আয়োজনে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের উপ পরিচালক শরীফুল ইসলাম।

বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ ওয়েল ফেয়ার সেন্টারের সহকারী পরিচালক মো. নজরুল ইসলাম। কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দাউদ, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন মিলন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মো. ইসরাঈল মিয়া, মুমুরদিয়া ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন সাবেরী, সাংবাদিক সারোয়ার হোসেন শাহীন প্রমুখ।

যাযাদি/ এম