দৌলতপুরে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত

প্রকাশ | ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ২০:০৯

দৌলতপুর(মানিকগঞ্জ)প্রতিনিধি

"সেবা ও উন্নতির দক্ষ রূপকার,উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার"এ শ্লোাগানকে সামনে রেখে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় জাতীয় স্থানীয় সরকার দিবস উৎসব মুখর পরিবেশে  পালিত হয়েছে।

 মঙ্গলবার (২৭ ফেরুয়ারী)  দৌলতপুর উপজেলা প্রশাসন ও উপজেলা  পরিষদ   আয়োজনে  জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে  র‌্যালী শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভা অনূষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকার কথা ছিল মানিকগঞ্জ -১ আসনের সংসদ সদস্য সালাউদ্দিন মাহমুদ জাহিদ।

আলোচনা সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম রাজা এর সভাপতিত্বে ও উপজেলা শিক্ষা কর্মকর্তা  জাহাঙ্গীর ফিরোজ এর সঞ্চালনায়  বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাছির উদ্দিন আবুল, ওসি তদন্ত  শেখ ফরিদ আহমেদ,উপজেলা প্রকৌশলী মো.ইরাজ উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মমিনুর রহমান, ধামশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট ইদ্রিস আলী, কলিয়া ইউপি ইউপি চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান, জিয়নপুর ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন, বাচামারা ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ সরকার, চরকাটারি ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী মন্ডল, বাঘুটিয়া ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন, খলসী ইউপি চেয়ারম্যান জিয়াউল হক জিয়া , দৌলতপুর প্রেসক্লাবের সভাপতি জালাল উদ্দিন ভিকু প্রমুখ।

এ ছাড়াও সরকারি বিভিন্ন দপ্তরে কর্মকর্তা,  বিভিন্ন ইউনিয়নের,ইউপি সদস্য,মহিলা ইউপি সদস্য ও  বৃন্দ উপস্থিত ছিলেন।

 

যাযাদি/এসএস