কুমিল্লায় শ্রেষ্ঠ কাব শিশু নির্বাচিত হলেন তাসফিয়া জান্নাত মাহি

প্রকাশ | ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:৪১

স্টাফ রিপোর্টার, কুমিল্লা/ মনোহরগঞ্জ প্রতিনিধি

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৪ প্রতিযোগীতায় জেলা পর্যায়ে শেষ্ঠ কাব শিশু নির্বাচিত হয়েছেন কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার লৎসর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থী তাসফিয়া জান্নাত মাহি। সে ঐ বিদ্যালয়ের ৫ম শ্রেনীর ছাত্রী। 

সে লৎসর  মিয়া বাড়ীর প্রবাসী মোঃ শাহ এমরানুল হক এর মেয়ে। বুধবার জেলা পর্যায়ে অনুষ্ঠিত জাতীয়  প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগীতায় শ্রেষ্ঠ কাব শিশু ইভেন্টে অংশগ্রহন করে প্রথম স্থান অধিকার করে মাহি। জেলার ভাষা সৈনিক ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সফিউল  আলম এর সভাপতিত্বে প্রতিযোগীতার উদ্ভোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) মো. মোশারেফ হোসেন। 

অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) 
মংনেথোয়াই মারমা। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক নাজমুল  আহসান ফারুক রোমেন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কাজী মোহাম্মদ মফিজ উদ্দিন, সাইদা  আলম। প্রতিযোগীতা শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে পদক তুলে দেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। মনোহরগঞ্জের লৎসর  মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মো.আবদুল গাফফার সুমন  বিদ্যালয় পরিচালনা কমিটির পক্ষ থেকে বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী তাসফিয়া জান্নাত মাহিকে অভিনন্দন জানান।

যাযাদি/ এস