চুনারুঘাট পৌর ছাত্রদলের সদস্য সচিব গ্রেপ্তার

প্রকাশ | ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৩৮

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি

হবিগঞ্জের চুনারুঘাটে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে  পৌরসভার অন্তর্গত ধলাইপার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্র পুড়ানো মামলায় চুনারুঘাট  পৌর ছাত্রদলে সেক্রেটারী শাহ প্রান্তকে গ্রেপ্তার করেছে চুনারুঘাট থানা পুলিশ। শাহ প্রান্ত চুনারুঘাট পৌরসভার বড়াইল গ্রামের মৃত আঃ কাইয়ুমের পুত্র। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারী) বিকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বুধবার রাতে চুনারুঘাট থানার উপপরিদর্শক এসআই লিটন রায়ের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে পৌর শহর থেকে তাকে  গ্রেপ্তার করেন। এ তথ্য নিশ্চিত করে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ ওসি হিল্লোল রায় জানান,  দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কে বানচাল করার জন্য গত ৬  জানুয়ারি  চুনারুঘাট পৌরসভার অন্তর্গত ধলাইপার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্র আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়া হয়।  পরবর্তীতে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বাদি হয়ে চুনারুঘাট থানায় ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) ধারায় মামলা রুজু হয়। এ মামলায় প্রধান আসামি শাহ  প্রান্ত। এ মামলায় এ পর্যন্ত ইতিপূর্বে আরো ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।  এছড়াও শাহ প্রান্তর বিরুদ্ধে বিস্ফোরক মামলা, ডিজিটাল নিরাপত্তা মামলা, পুলিশ এসল্ট সহ ৩টি মামলা রয়েছে ।


যাযাদি/এসএস