দৌলতপুরে আইন শৃংখলা ও মাদকবিরোধী সভা অনুষ্ঠিত
প্রকাশ | ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ২১:০৮
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে আইন -শৃংখলা ও মাদকবিরোধী মোটিভেশনাল সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ (২৯ ফেরুয়ারি) দৌলতপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের সভা কক্ষে আলোচনা সভা অনূষ্ঠিত হয়।
আইন-শৃংখলা ও মাদকবিরোধী মোটিভেশনাল সভায় উপজেলা নির্বাহী অফিসার মো: আশিকুর রহমান চৌধুরী এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম রাজা ,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাছির উদ্দিন আবুল, স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: শাহ আলম সিদ্দিকী, থানা অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার আদিত্য, উপজেলা প্রকৌশলী মো.ইরাজ উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মমিনুর রহমান, কলিয়া ইউপি ইউপি চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান, বাচামারা ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ সরকার, চরকাটারি ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী মন্ডল, বাঘুটিয়া ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন, খলসী ইউপি চেয়ারম্যান জিয়াউল হক জিয়া প্রমুখ।
যাযাদি/ এম