গোপালগঞ্জে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
প্রকাশ | ০১ মার্চ ২০২৪, ১৬:১৫ | আপডেট: ০১ মার্চ ২০২৪, ১৬:১৬

গোপালগঞ্জ সদর উপজেলার মানিকহার গ্রামের মন্দিরের পুঁজারী ৭৫ বছর বয়সের বৃদ্ধ রণজিৎ রায় হত্যাকাণ্ডের প্রধান আসামি ও ডাকাতি সহ ১৮ মামলার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে তাকে সদর উপজেলার পুখুরিয়া নামক স্থান থেকে গ্রেফতার করে পুলিশ। গোপালগঞ্জ সদর থানার ওসি মোঃ আনিচুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ওসি জানায়, বিগত ১২ অক্টোবর’২৩ রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে চোখে টর্চ লাইটের আলো পড়া নিয়ে সাধারন তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আপন দুই ভাই মিল্টন খান এবং শিপন খান নৃশংসভাবে হত্যা করে রণজিৎ রায়কে। হত্যাকাণ্ডের ঘটনার পরপরই আসামী মিল্টন খান এবং শিপন খান পালিয়ে যায়। দীর্ঘদিন নানা প্রযুক্তি ব্যবহার করে শেষ পর্যন্ত পুজারী রনজিৎ রায় হত্যাকাণ্ডের প্রধান আসামি মিল্টন খানকে পুলিশ গ্রেফতার করে। তাকে আজ শুক্রবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়ে দিয়েছে পুলিশ।
যাযাদি/ এসএম