লক্ষ্মীপুরে পাওয়া টাকা চাওয়ায় কৃষককে মারধর

প্রকাশ | ০১ মার্চ ২০২৪, ২০:৩১

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুর সদর উপজেলায় দিঘলী ইউনিয়নেরর দূর্গাপুরে পাওনা টাকা চাওয়ায় কৃষককে মারধর করেছে প্রতিপক্ষের লোকজন। আজ শুক্রবার দুপুরে  দূর্গাপুর গ্রামের তপাদার মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

আহত কৃষক আব্দুর রহিম জানান বাড়ির পাশে ২ শতক জমি ক্রয়ের জন্য  দূর্গাপুর গ্রামের তফাদার বাড়ির রাকিবকে ১লাখ ১০ টাকার টাকা দেয় ৬ মাস আগ। টাকা নেওয়ার ৬ মাস পরও জমি রেজিষ্টি না দেওয়া টাকা ফেরত ও দিচ্ছে না। আজ জুমা নামাজের পর এ বিষয়ে রাকিবের সাথে এ বিষয়ে কথা বলতে গেলে রাকিব, জাকির শুভ ও নোমান কৃষক আব্দুর রহিমের উপর হামলা চালায়। তারা এলোপাতারি লাঠি দিয়ে  মাথা পাঠিয়ে দেয়। আহত কৃষক কে উদ্ধার করে স্থানীয়রা লক্ষ্মীপুর সদর  হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

আব্দুর রহিমকে হাসপাতালে ভর্তি করার পর রাকির,  শুভ, জাকির বাড়িতে কৃষক আব্দুর রহিমের স্ত্রীকে মামলা করার জন্য হুমকি দেয়। তারা যেন এ ঘটনায় থানায় মামলা না করে।

লক্ষ্মীপুর হাসপাতালের ডা. আনোয়ার হোসেন জানান আব্দুর রহিমের ৪ টি সেলাই দেওয়া হয়েছে। এছাড়া বুকে ও পিঠে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে হাসাপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

যাযাদি/ এসএম