বালিয়াডাঙ্গীতে ভোটার দিবস পালিত
প্রকাশ | ০২ মার্চ ২০২৪, ১২:৫৬ | আপডেট: ০২ মার্চ ২০২৪, ১২:৫৮

"সঠিক তথ্যের ভোটার হবো, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো" এ স্লোগানকে সামনে রেখে বালিয়াডাঙ্গী উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন কমিশন কার্যালয়ের আয়োজনে গতকাল শনিবার সকাল সাড়ে ১০ টায় ভোটার দিবসের বিভিন্ন কর্মসূচি পালন করেছে।
কার্যক্রমের মধ্যে স্থানীয়ভাবে শুভ উদ্বোধন ও রেলির আয়োজন, ভোটার সেবা কার্যক্রম শেষে উপজেলা সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার আফছানা কাওছার এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান আলেয়া পারভী।
উপজেলা নির্বাচন অফিসার মো: দলিল উদ্দীন ও সহকারী নির্বাচন কর্মকর্তা মাসুদ রানার সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আনসার ও ভিডিপি কর্মকর্তা শাহারা বানু, সেটেলমেন্ট কর্মকর্তা আসাদুজ্জামান, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার সোলাইমান আলীসহ সাংবাদিক, সুধীজন ও এলাকার ভোটারগণ উপস্থিত ছিলেন।
যাযাদি/ এসএম