যে কোন মূল্যে চান্দিনাকে মাদকমুক্ত করা হবে : প্রাণ গোপাল দত্ত

প্রকাশ | ০২ মার্চ ২০২৪, ১৩:২৯

চান্দিনা প্রতিনিধি

মাদকের বিরুদ্ধে কোন ছাড় নয়। মাদক সেবী, ক্রেতা-বিক্রেতা যে কাউকে পুলিশ আটক করার পর আমার কাছে কেউ সুপারিশ নিয়ে আসবেন না। যে কোন মূল্যে চান্দিনাকে মাদক মুক্ত করতে আমি কঠোর ভূমিকা পালন করবো বলে নেতা-কর্মীদের সাফ জানিয়ে দিয়েছেন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি।

শুক্রবার (১ মার্চ) বিকেলে কুমিল্লার চান্দিনা উপজেলার মহিচাইল উচ্চ বিদ্যালয় মাঠে থানা পুলিশের আয়োজনে বিট পুলিশিং সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য স্বাধীনতা পদকপ্রাপ্ত খ্যাতনামা চিকিৎসক ড. প্রাণ গোপাল দত্ত বলেন- একটি পরিবার, একটি এলাকা বা একটি দেশ ধ্বংসে মাদকই যথেষ্ট। মাদক নিয়ন্ত্রণে প্রথমেই আপনার ঘরকে মাদক মুক্ত করুন। আপনার সন্তান মাদকাসক্ত কিনা? তারা চলাফেরা সন্দেহ জনক হলে ভালভাবে যাচাই করুন। এলাকার মাদকের ব্যাপারে পুলিশকে সহযোগিতা করুন।

এসময় চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) আহাম্মদ সনজুর মোরশেদ এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাবের মো. সোয়াইব, সহকারি পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) এনায়েত কবির সোয়েব।  অন্যদের মধ্যে বক্তৃতা করেন মহিচাইল শহীদ জিয়াউর রহমান কলেজ অধ্যক্ষ মো. আবু তাহের, জেলা পরিষদ সাবেক সদস্য জাহাঙ্গীর আলম, মহিচাইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোসা. মাকসুদা আক্তার, জামিরাপাড়া দাখিল মাদ্রাসার সিনিয়র মৌলভী মাও. নজরুল ইসলাম, মাও. ইমাম হোসেন প্রমুখ।

চান্দিনা থানার উপ-পরিদর্শক (এস.আই) নোমান হোসেন এর সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক (তদন্ত) মীর রেজাউল ইসলাম, মহিচাইল উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক নিমাই চন্দ্র দাস, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ সদস্য মজিবুর রহমান, সাবেক যুবলীগ নেতা আমির হোসেন চৌধুরী লিটন, বিভিন্ন স্কুল-কলেজ,মাদ্রাসা শিক্ষক, জনপ্রতিনিধি, অভিভাবক প্রমুখ।

যাযাদি/ এসএম