কচুয়ায় ইঁদুর মারার ফাঁদে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

প্রকাশ | ০৪ মার্চ ২০২৪, ১২:৫৫

কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি
ফাইল ছবি

কচুয়ায় নিজের তৈরি ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাবেক ইউপি সদস্যর মৃত্যু হয়েছে।

৪ঠা মার্চ (সোমবার)মধ্যে রাতে উপজেলার ধোপাখালী ইউনিয়নের ছিটাবাড়ী গ্রামে বাড়ির পাশের ধানখেতে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া ইউপি সদস্যর নাম মাহতাব শেখ (৫২)তিনি একই গ্রামের ইমরান শেখ এর ছেলে।

পরিবারের বরাত দিয়ে স্থানীয়রা বলেন সাবেক ইউপি সদস্য মাহতাব শেখ বাড়ির পাশে নিজ ঘেরে ধানী জমিতে আমন ধান চাষ করেছেন। 

ইঁদুরের উপদ্রব বাড়ায় নিজ ঘেরে ধানের জমিতে ইঁদুর মারার জন্য বিদ্যুৎ সংযোগ দিতে যান।তাকে ফিরতে দেরি দেখে বাড়ির অন্যান্য লোকজন খোঁজাখুঁজি করার একপর্যায়ে ধানের জমিতে বিদ্যুৎ খোলা তারে জড়িয়ে মৃত অবস্থায় পরে থাকতে দেখে।

এদিকে পরিবারের পক্ষ থেকে জানানো হয় ইঁদুর মারার বৈদ্যুতিক খোলা তারের ফাঁদে জড়িয়ে তার মৃত্যু হয়েছে।তারা কোন চিকিৎসকের শরণাপন্ন হয়নি।সংবাদ পেয়ে কচুয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মৃতদেহ হেফাজতে নেন।

কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মহসীন হোসেন জানান,মাহতাব হোসেন নামের একজন কৃষক (সাবেক ইউপি সদস্য)ধান ক্ষেতে বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।পারিবারিক সুত্রে জানাযায় ধান ক্ষেতে ইঁদুর মারার জন্য নিজের তৈরি করা বৈদ্যুতিক ফাঁদে পড়ে নিজেই মারা গেছে।এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।

যাযাদি/ এস