শার্শায় ফেনসিডিলসহ আটক\
প্রকাশ | ০৪ মার্চ ২০২৪, ১৪:১৮

যশোরের শার্শা থানাধীন ইছাপুর গ্রামে অভিযান চালিয়ে ৩৫ বোতল ভারতীয় মাদকদ্রব্য ফেনসিডিলসহ মোঃ আল মামুন নামে একজনকে আটক করেছে শার্শা থানার পুলিশ।
সোমবার (৪ মার্চ) ভোর রাতে শার্শা ইছাপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটক মোঃ আল মামুন (২০) পাঁচভূলাট গ্রামের রফিকুল ইসলাম ছেলে। শার্শা থানার অফিসার ইনচার্জ শেখ মোঃ মনিরুজ্জামান বলেন, আটক আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে ফেনসিডিলসহ যশোর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
যাযাদি/ এস