কিশোরগঞ্জে মাদ্রাসা সুপারের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

প্রকাশ | ০৪ মার্চ ২০২৪, ১৭:৪৫

কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি

নীলফামারীর কিশোরগঞ্জের একটি মাদ্রাসা সুপারের বিরুদ্ধে নিয়োগ দেয়ার কথা বলে অর্থ আতœসাতের অভিযোগ করেছেন এক ভূক্তভোগী।

অভিযোগ সূত্রে জানা যায়, কিশোরগঞ্জ উপজেলার পুটিমারী ইউনিয়নের মোবারক আলীর ছেলে শফিউল ইসলাম  গত ১৩ জুলাই ২০১৬ ইং তারিখে দৈনিক খবরপত্র পত্রিকা মারফত জানতে পারেন যে ভেড়ভেড়ী কামাল উদ্দিন দাখিল মাদ্রাসায় নি¤œমান সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে একজন নিয়োগ দেয়া হবে। তিনি উক্ত পদে সুপার বরাবর আবেদন করেন। তাকে চাকুরী দেয়ার প্রলোভন দেখিয়ে ওই মাদ্রাসার  সুপার নূহ ইসলাম তার কাছ থেকে নগদ  ৬ লক্ষ টাকা নেয়। পরবর্তী সময়ে আরো ৬ লক্ষ টাকা দাবী করলে ভূক্তভোগী শফিউল ইসলাম সুপারের দাবীটি পূরণ করতে ব্যর্থ হলে অন্য একজনকে মোটা অংকের টাকার বিনিময়ে নিয়োগ প্রদান করেন। এ ব্যাপারে কয়েকবার সালিশ বৈঠকের মাধ্যমে ওই সুপার ২ লক্ষ টাকা ফেরৎ দেন। অবশিষ্ট ৪ লক্ষ টাকা দিচ্ছি দিচ্ছি বলে বিভিন্ন ধরণের টালবাহানা করে আসছে।

এ বিষয়ে ভূক্তভোগী শফিউল ইসলামের সাথে কথা হলে তিনি বলেন- স্থানীয়ভাবে কয়েকবার সালিশ বৈঠকের মাধ্যমে সুপার নূহ ইসলাম আমাকে ২ লক্ষ টাকা দেন এবং বলেন অবশিষ্ট ৪ লক্ষ টাকা কিছুদিন পর দিব। পরবর্তীতে তার কাছ থেকে অবশিষ্ট ৪ লক্ষ টাকা চাইলে তিনি দিচ্ছি দিচ্ছি করে আমাকে হয়রানি করছে। ওই সুপার নিয়োগের কথা বলে আরও অনেকের কাছে টাকা নিয়ে হয়রানি করছে বলে আমি শুনেছি। আমার টাকা উদ্ধারের জন্য আমি  উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মাধ্যমিক  শিক্ষা অফিসার বরাবর আভিযোগ করেছি। তিনি আরও বলেন- আমি বর্তমানে ঋণের ভারে জর্জরিত হয়ে পড়েছি। দেনার দায়ে মানবতর জীবন যাপন করছি । তাই আমি ওই সুপারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও আমার টাকা উদ্ধারের জন্য উদ্ধর্তন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।
ভেড়ভেড়ী কামাল উদ্দিন দাখিল মাদ্রাসার সুপার নূহু ইসলামের সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি টাকা নেয়ার কথা স্বীকার করে বলেন- তার সাথে সবকিছু মিটমাট হয়ে গেছে, ওর সাথে দ্বিতীয় আর কোন কথা নাই, পরিশোধ হয়ে গেছে। কত টাকা তাকে ফেরত দিয়েছেন জানতে চাইলে তিনি বলেন- মোকছুদার মেম্বারের সাথে কথা বলেন বলে ফোন কলটি তিনি কেটে দেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এটিএম নূরুল আমিন শাহ্ এর সাথে কথা হলে তিনি অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন-  তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।   

উপজেলা নির্বাহী অফিসার এম এম অশিক রেজার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন- এ বিষয়ে আমার কোন জানা নেই।

 

যাযাদি/এসএস