রায়পুরে ১৬ প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অর্থদন্ড প্রদান

প্রকাশ | ০৪ মার্চ ২০২৪, ২০:১০

রায়পুর লক্ষীপুর প্রতিনিধি

লক্ষীপুরের  রায়পুর বাজারে  মাহে রমজান উপলক্ষে  নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যেে নিয়ন্ত্রণে  
মোবাইলকোর্ট পরিচালনা করে ১৬   দোকানও প্রতিষ্ঠানকে  অর্থদন্ড প্রদান করেন রায়পুর উপজেলা নির্বাহী অফিসার নাজমা বিনতে আমিন ও উপজেলা সহকারী কমিশন ( ভুমি) মনিরা খাতুন

সোমবার ( ৪ মার্চ )  সকালে রায়পুর মধ্য বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমা বিনতে আমিন বলেন, কৃষি পণ্যের লাইসেন্স না থাকা, পণ্যের ক্যাশ মেমো না থাকা ও পণ্যের মুল্য তালিকা নবায়ন না থাকার কারনে কৃষি বিপণন আইন ২০১৮ এর আইনে চালের আড়ৎ, মুদি দোকান সহ ১৬ প্রতাষ্ঠানকে ১ লাখ ৪ হাজার টাকা অর্থ দন্ড প্রদান করা হয়।  এ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

এসময় উপস্থিত ছিলেন, জেলা কৃষি বিপণন কর্মকর্তা মোঃ মনির হোসেন ও পুলিশের সদস্য বৃন্দ।

যাযাদি/এসএস