পীরগঞ্জে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপনের প্রস্তুতি সভা

প্রকাশ | ০৫ মার্চ ২০২৪, ১২:৫৮ | আপডেট: ০৫ মার্চ ২০২৪, ১২:৫৯

পীরগঞ্জ প্রতিনিধি

ঠাকুরগায়ের পীরগঞ্জে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন উপলক্ষে প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে এ সভা হয়।

উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলমের সভাপতিত্বে প্রস্তুতির সভায় বক্তব্য রাখেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, পৌর মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক নুরুজ্জামান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ভারতি রানী রায়, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ারা বুলবুল, ইউপি চেয়ারম্যান শহীদ হোসেন, পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতা নূর নবী চঞ্চল সহ আরো অনেকে। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিসনার(ভূমি) আবদুল্লা আল রিফাত, বীরমুক্তিযোদ্ধা হাফিজুর রহমান, শিক্ষা অফিসার হাবিবুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা রফিকুল ইসলাম, একাডেমিক সুপার ভাইজার জহুরুল হক সহ অনেকে।

সভায় ঐতিহাসিক ৭ই মার্চ'র দিনে জনবহুল এলাকায় বঙ্গবন্ধুর জীবনের উপর প্রদর্শনী ও  ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ প্রচার বিভিন্ন হাটবাজারে, ঐতিহাসিক ভাষণের উপরে শিক্ষার্থীদের প্রতিযোগিতা এবং বঙ্গবন্ধু মূরালে পুষ্পমাল্য অর্পণ সহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গৃহিত হয়।

যাযাদি/ এসএম