চকরিয়ায় নিখোঁজের ১৯ ঘণ্টা পর জেলের লাশ উদ্ধার
প্রকাশ | ০৫ মার্চ ২০২৪, ১৪:৪৪
কক্সবাজারের চকরিয়ায় মাছ ধরতে গিয়ে মাতামুহুরী নদীতে নিখোঁজের ১৯ঘন্টা পর আবুল কাশেম (৫২) নামে এক জেলের লাশ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডুবুরীর সহায়তায় একই স্থান থেকে তার লাশ উদ্ধার হয়।
এর আগে সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে মাতামুহুরী নদীর বাটাখালী অংশে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয় আবুল কাশেম। আবুল কাশেম চকরিয়া পৌরসভার ২নম্বর ওয়ার্ডের জালিয়া পাড়ার আবদুল খালেকের ছেলে।
চকরিয়া পৌরসভার ২নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাইফুল ইসলাম বলেন, সোমবার বিকালে ৫ জন জেলে টানা জাল দিয়ে মাছ ধরতে নামে মাতামুহুরী নদীতে। এক পর্যায়ে নদীর তলদেশে জাল আটকে গেলে ছাড়িয়ে নিতে ডুব দেয় আবুল কাশেম। এর পর থেকে নিখোঁজ হয় সে।
স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের লোকজন অনেক খোঁজাখুজির পর কোন সন্ধান মেলেনি। পরে মঙ্গলবার সকালে চট্টগ্রাম থেকে ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে কাশেমের লাশ উদ্ধার করে।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, নিখোঁজ জেলের লাশ উদ্ধার হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
যাযাদি/ এসএম