মনোহরগঞ্জে লাইসেন্স না থাকায় যমুনা ব্রিক ফিল্ডকে জরিমানা 

প্রকাশ | ০৫ মার্চ ২০২৪, ১৭:১২

মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার মনোহরগঞ্জে বৈধ লাইসেন্স না থাকায় যমুনা ব্রিক ফিল্ড এর মালিক আমিনুল্লাহ কে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৫ মার্চ) দুপুরে উপজেলার বেতিয়াপাড়া এলাকায় যমুনা ব্রিক ফিল্ডে মোবাইল কোর্ট পরিচালনা করে মনোহরগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিব ম্যাজিস্ট্রেট এ রায় দেন। এ সময় ব্রিক ফিল্ড মালিক কে এক মাসের মধে লাইসেন্স ইস্যুর সুযোগ দিয়ে তার কাছ থেকে মুচলেকা নেয়া হয়।

এ বিষয়ে সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিব ম্যাজিস্ট্রেট মোঃ এনামুল হাসান বলেন সরেজমিনে ঐ ইটভাটায় গিয়ে ব্রিকফিল্ড পরিচালনার কোন বৈধ লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র পাওয়া যায়নি। 

তিনি বলেন, অবৈধভাবে ব্রিকফিল্ড পরিচালনা করায় ব্রিকফিল্ড মালিককে  ১ লক্ষ টাকা জরিমানার পাশাপাশি লাইসেন্স ইস্যু করার জন্য তার কাছ থেকে মুচলেকা নিয়ে তাকে ১ মাসের সময় দেয়া হয়েছে। 

শর্ত ভঙ্গ হলে ১ মাস পর ঐ ব্রিকফিল্ড এর কার্যক্রম বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের কথা জানান তিনি। মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগীতা করেন মনোহরগঞ্জ থানার উপ-পরিদর্শক মোঃ সুমন সরকারসহ সঙ্গীয় ফোর্স। 

যাযাদি/ এম