লোহাগাড়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের পাশে উপজেলা প্রশাসন!
প্রকাশ | ০৫ মার্চ ২০২৪, ১৭:২৯
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া মনু ফকির বাজারে ১৫টি দোকান আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেছে।
খবর পেয়ে ৫ মার্চ সকালে ঘটনাস্থল পরিদর্শন করতে যান লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মুুহাম্মদ ইনামুল হাছান।
তিনি ক্ষতিগ্রস্ত দোকানীদের সাথে কথা বলেন, তাৎক্ষণিক উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগীতা প্রদান করেন এবং পরবর্তীতে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন সর্বাত্মক সহযোগীতা প্রদানের আশ্বাস দেন।
এ সময় বড়হাতিয়া ইউপি চেয়ারম্যান বিজয় কুমার বড়ুয়া,বড়হাতিয়ার কৃতি সন্তান সমাজসেবক মিরান হোসেন মিজান, বড়হাতিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিটন বড়ুয়া রোনা, বড়হাতিয়া মনু ফকির বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক রফিক উদ্দিন মেম্বারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
যাযাদি/এসএস