সীতাকুণ্ডে দু'দিনব্যাপী স্থানীয় সম্পদ আহরণ ও বাজেট ব্যবস্থাপনা প্রশিক্ষণ

প্রকাশ | ০৬ মার্চ ২০২৪, ২১:৩৩

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এআইএলজি), ঢাকা কর্তৃক আয়োজিত  উপজেলার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সদস্য, সচিব, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরগণের জন্য “স্থানীয় সম্পদ আহরণ ও বাজেট ব্যবস্থাপনা প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়েছে।

সোমবার থেকে শুরু হওয়া দুই দিনব্যাপী উক্ত প্রশিক্ষণে অনলাইনে রিসোর্স পারসন হিসেবে ভার্চুয়ালি অংশগ্রহণ করেন জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এন আই এল জি) এর পরিচালক  ড.সানোয়ার জাহান ভূঁইয়া ও (প্রশিক্ষণ ও পরামর্শ) যুগ্মসচিব, পরিচালক মোঃ সবুর হোসেন।

প্রশিক্ষণের কোর্স ও পরিচালক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কে. এম. রফিকুল ইসলাম।

এসময় আরো উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস মোস্তফা আলম সরকার ও সহকারী প্রোগ্রামার, আইসিটি এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শাহ আলম।

যাযাদি/ এম