শ্রীনগরে নানা আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ পালন 

প্রকাশ | ০৭ মার্চ ২০২৪, ১৩:৩২

শ্রীনগর (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
ছবি-যাযাদি

শ্রীনগরে নানা আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ পালন করা হয়েছে। 

বৃহস্পতিবার দিবসটি উপলক্ষে সকাল ১০ টায় উপজেলায় নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণেট মধ্যদিয়ে শ্রদ্ধা নিবেদন করেন মুন্সিগঞ্জ ১ আসনের এমপি আলহাজ্ব মহিউদ্দিন আহমেদ, শ্রীনগর উপজেলা পরিষদের  চেয়ারম্যান মোঃ মশিউর রহমান মামুন, উপজেলা নির্বাহী অফিসার মোশারফ হোসাইন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ তোফাজ্জল হোসেন,সহকারী কমিশনার ভূমি সাফফাত আরা সাঈদ, শ্রীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল তায়েবীর। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শেখ তাজুল ইসলাম পিন্টু, শ্রীনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল হক শিকদার নিশাত।

পরে শ্রদ্ধা নিবেদন করেন বীর মুক্তিযোদ্ধাগণ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,শ্রীনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি আওলাদ হোসেন এর নেতৃত্বে শ্রদ্ধা নিবেদনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। সকাল সারে ১০ টায় উপজেলা মিলনায়তনে ৭ই মার্চ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোশারফ হোসাইন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মশিউর রহমান মামুন, সহকারী কমিশনার ভূমি সাফফাত আরা সাঈদ,কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা মাকসুদুল আলম ডাবলু, শ্রীনগর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম রয়েল। আলোচনা সভা শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের  মাঝে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

যাযাদি/ এস