রাণীশংকৈলে ৭ মার্চের ভাষণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

প্রকাশ | ০৮ মার্চ ২০২৪, ১৭:২৯

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে উপজেলা সাধারণ পাঠাগারের আয়োজনে বৃহস্পতিবার ৭ মার্চ রাতে পৌরশহরের সাধারণ পাঠাগার চত্বরের স্কুল ও কলেজ পর্যায়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ শীর্ষক রচনা লিখন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। 

এ উপলক্ষে সাধারণ পাঠাগারের সভাপতি মেয়র মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসাবে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের উপর তাৎপর্যপ‚র্ণ বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অধ্যাপক ইয়াসিন আলী, সাবেক এমপি সেলিনা জাহান লিটা,উপজেলা আ.লীগ সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ সইদুল হক, খ্যাতিমান ক্রীড়া সংগঠক অধ্যক্ষ তাজুল ইসলাম, কবি-গীতিকার অধ্যাপক আনোয়ারুল ইসলাম, পাঠাগারের সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক আবু শাহানশাহ্ ইকবাল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যক্ষ মহাদেব বসাক,বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান প্রমুখ। এছাড়াও বিভিন্ন সামাজিক-রাজনৈতিক-সাংস্কৃতিক নেতাকর্মী,শিক্ষক-শিক্ষার্থী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

যাযাদি/ এসএম