গ্রামের চেহারা পাল্টে গেছে : অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী 

প্রকাশ | ০৮ মার্চ ২০২৪, ২০:২১

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি

অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, আমরা উন্নয়নের পথে এগিয়ে যেতে চাই। দেখেন আজ দেশের চেহারার সাথে গ্রামের চেহারাও বদলে গেছে, সব ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে। বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর বাংলাদেশ উল্টে পথে যাত্রা শুরু করে। কিন্তু অনেক সংগ্রামের পর বিদেশে থাকা অবস্থায় শেখ হাসিনা সগৌরবে আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন। তারপর তিনি নির্বাচনের মাধ্যমে পরপর প্রধানমন্ত্রী হিসেবে জয়লাভ করে বাংলাদেশকে আজ এত দূর নিয়ে এসেছেন। তাতে বাংলাদেশ পৃথিবীর রোল মডেল হয়েছে।

শুক্রবার সকালে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ১ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে উপজেলার গোয়ালডিহি ইউনিয়নে বাংলা ভাষা কলেজের ৪ তলা ভিত বিশিষ্ট একতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করে অর্থমন্ত্রী এসব কথা বলেন। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাজ উদ্দিনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন অর্থমন্ত্রীর একান্ত সচিব নাকিব হাসান তরফদার, জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী এস এম শাহিনুর আলম, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম, বাংলা ভাষা কলেজের অধ্যক্ষ শাহ্ আবু হাসান টুটুল ও সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আইনুল হক শাহ্ প্রমুখ। 

যাযাদি/ এসএম