উখিয়ায় গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা

প্রকাশ | ১২ মার্চ ২০২৪, ১৫:৫৭

উখিয়া  (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ায় ২৫ মার্চ গণহত্যা দিবস ২৬ শে মার্চ  মহান স্বাধীনতা ও জাতীয় দিবস  দিবস  উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা আজ (১২ মার্চ) মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত  সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন।
উপজেলা পরিষদ হল রুমে এ সভায় বক্তব্য রাখেন  উপজেলা  পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, সহকারী কমিশনার ভূমি সালেহ  আহমদ  ,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা  মোহাম্মদ উল্লাহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল মামুন, উপজেলা একাডেমিক সুপারভাইজার বদরুল  আলম, মুক্তিযোদ্ধা  সংসদের কমান্ডার পরিমল বড়ুয়া ,বাংলা একাডেমির সদস্য আদিল চৌধুরী,  বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বীর মুক্তিযোদ্ধা , স্থানীয় জনপ্রতিনিধ, সাংবাদিক   ও স্কাউট শিক্ষক উপস্থিত ছিলেন।

সভায় গণহত্যা দিবস ও  জাতীয় স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালনে নানা কর্মসূচি গ্রহণ করা হয়।

যাযাদি/ এসএম