জমি দখল করে রাস্তা নির্মাণের অভিযোগ

প্রকাশ | ১৪ মার্চ ২০২৪, ১৭:১৬

খুলনা অফিস

খুলনা জেলা ডুমুুিরয়া উপজেলা শোভনা ইউনিয়নের বাসন্তী পশারী (৪২) স্বামী দেবাশিষ মল্লিক অভিযোগে জানান, বিবাদী পলাশ দাস (৩৮) পিতা মৃত: পাগল দাশ (ইউপি সদস্য ৫ নং আটলিয়া ৮নং ওয়ার্ড ২ পলাশ নন্দী (৩৬) পিতা সুভাষ নন্দী উভয় সাং বরাতিয়া থানা ডুমুরিয়া জেলা খুলনা। 

অভিযোগ কারি লিখিত ভাবে জানান, বিবাদীদের সাথে আমাদের রেকর্ডীয় কুলবাড়ীয়া বরাতিয়া মৌজাস্থ ০.৮১ একর জায়গার উপর দিয়ে জোর পৃর্বক রাস্তা নির্মানের প্রচেষ্টার বিষয়কে কেন্দ্র করে পৃর্ব হতে বিরোধ চলে আসছে। 

উক্ত বিষয়ে স্থানীয়ভাবে কয়েকবার শালিশ মিমাংশার চেষ্টা করি। কিন্তু বিবাদীগন কোন শালিস মানে না। 

এমতাবস্থায় গত ইংরেজী ২০.০১.২৪ তারিখ সকাল আনুমানিক ১০ টায় ৩০ মিনিটে উল্লেখিত বিবাদীদ্বয় অজ্ঞাত নামা লোকজন নিয়ে দেশি অস্ত্র নিয়ে আমার রেকর্ডীয় জমির উপর দিয়ে জোর পৃর্বক পাকা রাস্তা নির্মান করতে থাকে। 

তখন আমি সংবাদ পেয়ে বিবাদীগনের নিকট এহেন কর্মকান্ড করার কারণ জানতে চাইলে বিবাদীগণ আমাকে অশ্লীল ভাষায় গালাগালজ করে তাদের অবৈধ পাকা রাস্তা নির্মান কাজে বাধা না দেওয়ার জন্য লাশ সহ বিভিন্ন ধরণের ভয় ভীতির হুমকি দেয়। একই দিনে আমি বিষয়টি আমার স্বামী ব্যবসায়ী কাজে বাইরে থাকার কারনে আমি আমার ভাইদের নিয়ে স্থানীয় ডুমুরিয়া থানা ও ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত আবেদন করলে কাজ বন্ধ করে দেয়।

বাসন্তী পশারী আরো বলেন, আমার জিবন নাশের হুমকি দেয় স্থানীয় মেম্বর তিনি প্রায় মানুষের সাথে ছিটারি,বাটপারি করে আসছে, আমাদের জমি উপর দিয়ে রাস্তা নেওয়ার জন্য এলাকার মানুষের রাস্তা করে দিবে বলে মোটা অংকের টাকা হাতিয়ে নেই। আমার ক্রয় কৃত জমির উপর রাস্তা করতে বাধা দেওয়ায় আমার ও আমার স্বমাীকে হত্যাকরার জন্য ভয়ভিত দিয়ে আসছে, বর্তমান বিষয় গুলি স্থানীয় চেয়ারম্যান, ও মান্যগন্য ব্যাক্তিদের কে মৌকিক ভাবে জানায়। 

এছাড়া আমি ডুমুরিয়া উপজেলা নির্বহী অুিফসার ও ডুমুরিয়া থানায় লিখিত ভাবে আবেদন করেছি।

যাযাদি/ এম