দোয়ারাবাজারে জমি নিয়ে বিরোধ, ভাতিজার মারধরে চাচার মৃত্যু

প্রকাশ | ১৪ মার্চ ২০২৪, ২০:৩৮

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের দোয়ারাবাজারে  জমি নিয়ে বিরোধের জেরে ভাতিজার মারধরে প্রাণ গেছে চাচার। বৃহস্পতিবার সকালে উপজেলার লক্ষীপুর ইউনিয়নের ফতেপুর(চৌধুরী পাড়া)গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইস্কান্দার আলী(৭০) ফতেপুর গ্রামের মৃত হারিছ উল্ল্যাহর ছেলে। এঘটনার মুলহুতা রুসমত আলীর ছেলে এখলাছ মিয়া (৪০)কে সুনামগঞ্জ থেকে আটক করেছে দোয়ারাবাজার থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,বৃহস্পতিবার সকাল  সাড়ে ৮টার দিকে ভেকু দিয়ে বিরোধপূর্ণ পুকুরের পাড়/সীমানা কাটতে  শুরু করেন রুসমত আলীর পুত্র  এখলাছ মিয়া ও তিলুরাকান্দি গ্রামের মৃত আব্দুস ছোবহানের ছেলে আক্কাস আলী ও তার লোকজন । এতে বাধা দেন চাচা ইস্কান্দার আলী। পরে তাঁদের সঙ্গে যুক্ত হন আমজদ আলী, আব্দুল গফুর,আব্দুল মতিন। দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। এসময় ঘটনাস্থলেই ভাতিজার মারধরে ইস্কান্দর আলী মৃত্যুবরণ করেন।

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ(ওসি) বদরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘ঘটনার সাথে জড়িত এখলাছ মিয়াকে আটক করা হয়েছে। নিহত ইস্কান্দর আলীর মৃতদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।’

যাযাদি/এসএস